কিভাবে নতুন ডোমেইন রেজিস্ট্রেশন অর্ডার করবেন ? Print

  • how, to, order, domain, on, bdixwebhosting, bdix-hosting, best-bdix-hosting
  • 13

ডোমেইন  অর্ডার করার আগে অবশ্যই আপনাকে একটি ডোমেইন এর নাম পছন্দ করে নিতে হবে আগে। কি ভাবে দেখবেন আপনার পছন্দ করা ডোমেইন নামটি কেউ নিয়েছে নাকি এখনো খালি আছে কি না।

চলুন দেখে নেয়া যাক  কিভাবে আপনি আপনার নামটি দেখবেন ,

প্রথমে  লিঙ্ক ভিজিট করুনঃ এখানে যান

ছবির মত বক্স আপনার পছন্দের নামটি লিখুন এবার   সার্চ করুন।

যদি নামটি খালি থাকে তাহলে  দেখাবে Congratulations! YourDomainName.com is available!  নিচের ছবির মত।

আর যদি খালি না থাকে তাহলে দেখাবে   YourDomainName.com is unavailable 

এখন দেখাবে Add to Cart এবং  সেটায় ক্লিক করলে কিছু সময় নিয়ে চ্যাকআউট বাটন আসবে সেটায় ক্লিক করুন।  এবার নিচের মত  Domains Configuration পেইজ আসবে। 

আপনার যদি হোস্টিং কেনা থাকে তাহলে সেটার Nameservers বসান নিচে।  আর যদি কেনা না থাকে তাহলে [ কিভাবে হোস্টিং অর্ডার করবেন ] এইখান থেকে দেখে নিন।

এবার কন্টিনিউ ক্লিক করলে Review & Checkout পেইজ আসবে নিচের মত। এছাড়াও  আপনার কাছে যদি কোন কুপন কোড থাকে সেটা নিচের Apply Promo Code বক্স অ্যাপ্লাই করতে পারেন।

আবার Checkout এ ক্লিক করুন তাহলে নিচের মত Checkout পেইজ আসবে । 

এই পেইজ কিন্তু গুরুত্বপূর্ণ আপনার জন্য। কারন এখানে  যে যে ইনফর্মেশন আপনি দিবেন সেই ইনফর্মেশন অনুযায় আপনার ডোমেইন নামটি রেজিস্টশন করা হবে। সুতরাং সাবধানে সব কিছু পুরন করবেন।

সমস্ত ব্যাক্তিগত তথ্য দেয়ার পর আপনি সে মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা পছন্দ করুন। তারপর আমাদের Terms of Service পড়ে নিন এবং মার্ক বা টিক দিন। 

সর্বশেষ Complete Order এ ক্লিক করুন। তারপর আপনাকে আমাদের পেমেন্ট পেইজে নিয়ে যাবে। ব্যস পেমেন্ট করার সাথে আপনি আপনার কর্ণফারমেশন ইমেইল পেয়ে যাবেন। 

 

বিঃদ্রুঃ আপনি যদি  আপনার এই ইমেইল থেকে জীবনে প্রথম ডোমেইন কিনে থাকেন তাহলে ICANN থেকে একটি ইমেইল ভেরিফিকেশন পাটাবে সেটা ৭ দিন মধ্য করে নিতে হবে।


Was this answer helpful?

« Back